ঘর বনাম বারান্দা

0
38

ঘর বনাম বারান্দা

সনজয় কুমার রায়

আজ আমি প্রথম বারের মত

ঘর ছেড়ে বারান্দায় গিয়েছিলাম!

বারান্দায় যদিও ঘরের মতো

অতটা স্বাধীনতা নেই,

তবে বারান্দায় বসে

বসন্তের বাতাস গায়ে মাখা যায়।

ঘরের জানালা খুললে বারান্দা,

আর বারান্দার জানালা খুললেই আলো,

দিগন্তের হাতছানি!

যেখানে মুক্ত বিহঙ্গের মতো

বিচরণ করা যায় অনায়াসে!

বারান্দায় বসে উপভোগ করা যায়

দোল পূর্ণিমার চাঁদ,

মায়াভরা জোছনা!

ঘরে, সেতো সিলিং ফ্যানের

নিত্যদিনের ঘ্যান ঘ্যানানি!

ঘরে যখন অক্সিজেনটুকু ফুরিয়ে আসে,

বারান্দায় তখন অক্সিজেনের সমারোহ!

ওষ্ঠাগত প্রাণে শান্তির বারি!

ঘরের দেয়াল দীর্ঘশ্বাসের দহনে

ক্ষয় হতে থাকে,

তাই বারান্দায় দেয়ালের বালাই নেই,

একটা চালা হলেই যথেষ্ট!

যতো যাই হোক ঘর ছাড়া

বারান্দা বড়োই বেমানান,

তবে ঘরের সাথে বারান্দা

অতি আবশ্যক!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here