মাহমুদ মেঘ

বদলে গেছি

সকাল থেকে ভীষণ বিজি রোজ অফিসে যাই

আগের মত ফেসবুকেতে হয় না আমার ঠাঁই

শার্ট পাইতে প্যান্ট পাই না ছোট’টা বা কই!

সিঁড়ি দিয়ে নামার পথেই ইন’টি করে লই।

পায়ে হেঁটে যাই অফিসে গলির পথে হাঁটি

রুমকি তখন জগিং করে করছে ফিগার খাঁটি

ব্যালকনিতে রোজই এসে আমায় দেখে হাঁসে

পাশে তাহার পিচ্ছি বোনও খক্কুর খক্কুর কাশে।

শার্টের পেছন ঘামে ভেঁজা অফিস যেতেই বোকা

কলিগ বলে আজও আমি সাত বছরের খোকা,

ডেক্সে গিয়ে ঘাম মুছি আর বসতে টানি চেয়ার

হটাৎ দেখি প্যান্টে আমার নিত্য খোলা জিপার!

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here