কবি দেবাশীষ মৃধা সাহিত্য সংস্কৃতি সংসদ এর অনুষ্ঠানে ড. সেলিনা হোসেন

0
320

পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলাস্থ মিরুখালী স্কুল এন্ড কলেজে বাংলা একাডেমির চেয়ারম্যান ড. সেলিনা হোসেন এর শুভাগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমার্ধে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা: রুস্তম আলী ফরাজী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় প্রথমার্ধের সংবর্ধনা।

এর পরে “কবি দেবাশীষ মৃধা সাহিত্য সংস্কৃতি সংসদ এর আয়োজনে সংগঠন এর মুখপত্র সাহিত্যশৈলী এর রবীন্দ্র-নজরুল সংখ্যার মোড়ক উন্মোচন ” নদী এদেশের প্রাণ” শীর্ষক রচনা ও স্বরচিত কবিতা প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মাননীয় চেয়ারম্যান কথা সাহিত্যিক ড. সেলিনা হোসেন। । সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক প্রাণকৃষ্ণ বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ফারিয়া লারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা জনাব আনোয়ার হোসেন খান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান আলোচক অধ্যক্ষ মো: আলমগীর হোসেন খান, কবি শাহীন ভুইয়া, কবি ও ভাস্কর শিল্পী সুমন বেপারী, এসময় আঞ্চলিক ভাষায় কবিতা আবৃত্তি করেন কবি মোস্তফা কামাল, কবি ইয়াসিন মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি রুহুল আমিন তালুকদার,পিরোজপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন আলম,সহ সভাপতি কবি দিলীপ কুমার মিস্ত্রী,সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি হাছিবুর রহমান হাছিব, কবি নাসরিন আক্তার নীলা, , কবি আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান বলেন কবি দেবাশীষ মৃধা সাহিত্য সংস্কৃতি সংসদের আজকের আয়োজন বর্তমান প্রজন্মের জন্য সময়োপযোগী পদক্ষেপ। পত্রিকা প্রকাশের উদ্যোগ কে স্বাগত জানিয়ে তিনি বলেন ছেলে মেয়েদের উন্নত চেতনার অধিকারী হতে হলে সাহিত্য চর্চার বিকল্প নেই। তিনি আরও বলেন পত্রিকা হতে পারে লেখক সৃষ্টির অন্যতম প্রধান মাধ্যম। তিনি উপস্থিত কবি সাহিত্যিক ও ক্ষুদে লিখিয়েদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন। অসুস্থতা জনিত কারনে অনুষ্ঠানের প্রধান অতিথি কথা সাহিত্যিক সেলিনা হোসেন কথা বলতে পারেননি। অনুষ্ঠানে সাহিত্য শৈলী পত্রিকার চতুর্থ সংখ্যা, রবীন্দ্র- নজরুল সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় এবং “নদী এদেশের প্রাণ ” শীর্ষক রচনা ও স্বরচিত কবিতা প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here