বাংলাদেশ নদী বন্ধু সমাজ বরিশাল বিভাগীয় শাখা গঠিত

0
1391

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ নদী বন্ধু সমাজ বরিশাল বিভাগীয় শাখা গঠিত। আলমগীর সভাপতি, ফারুক সাধারণ সম্পাদক এবং রহিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত। বাংলাদেশে প্রতিনিধিত্বশীল পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদীবন্ধু সমাজের বরিশাল বিভাগীয় শাখা গঠিত হয়েছে। ‘এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১ সালে সংগঠনটি গড়ে তোলা হয়। আজ মঙ্গলবার এ সংগঠনটি ২১ সদস্যের বরিশাল বিভাগীয় শাখা গঠন করলো। এতে অধ্যক্ষ মো: আলমগীর হোসেন খানকে সভাপতি, সাংবাদিক ফারুক হোসেন খানকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক রহিম রেজাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করে। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যবৃন্দ হলেন সিনিয়র সহ সভাপতি মো: ইলিয়াস মিয়া, সহ- সভাপতি মো: কামাল হোসেন, সহ- সভাপতি মো: মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত হালদার, অর্থ সম্পাদক মো:অলিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো: মাহবুব আলম খান, প্রচার ও জনসংযোগ সম্পাদক মো: পারভেজ তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: লিয়াকত আলী, সাংস্কৃতিক সম্পাদক মো: এনায়েত তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক মো: ইমরান খান রাসেল, মহিলা সম্পাদক মোসা: নাসরিন আক্তার নীলা, নির্বাহী সদস্য যথাক্রমে আবু মো: মোর্শেদ রেজা, হিরন্ময় সমদ্দার, গোলাম মাওলা মিলন, মো: আমানুল্লাহ আমান,ইসরাত জাহান রুমা, জিয়াউল হক বাপী প্রমুখ। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি প্রাণকৃষ্ণ বিশ্বাস এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। বাংলাদেশ নদী বন্ধু সমাজ উপকূলের নদী সহ সারা দেশের নদী ও জলাশয় সুরক্ষায় মানুষকে সম্পৃক্ত করতে, নানা জনহিতকর কর্ম পরিকল্পনা গ্রহণ করতে , পরিবেশ বিষয়ক নানা সেমিনার আয়োজন করতে অঙ্গীকারাবদ্ধ। নদী, খাল, জলাশয়,পুকুর তথা পরিবেশ সংরক্ষণ এর চেতনা নিয়ে কাজ করে চলেছে বাংলাদেশ নদী বন্ধু সমাজ। ইতোমধ্যে সংগঠনটির সিলেট সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি জেলা কমিটি গঠন করা হয়েছে।এরই ধারাবাহিকতায় এবার গঠিত হলো বাংলাদেশ নদীবন্ধু সমাজ বরিশাল বিভাগীয় শাখা। সারাদেশের ৬৪ জেলায় কমিটি গঠনের মাধ্যমে নদীবন্ধু সমাজ একযোগে নদী সংরক্ষণের মত মহান কাজে আত্মনিয়োগ করতে প্রয়াসী। বাংলাদেশের প্রাণের স্পন্দন আমাদের নদ-নদী। নদ-নদী আমাদের জাতীয় সত্তার এক অবিচ্ছেদ্য অংশ। এ নদীকে বাঁচিয়ে রাখা তথা এর গতিধারা বাঁধাহীন চলমান রাখা নদীমাতৃক বাংলাদেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। অত্র সংগঠন পরিবেশ ভাবনার তরুণকে নদী সুরক্ষায় বা এর সংরক্ষণে সম্পৃক্ত করে নদীর নানা কর্মসূচি হাতে নিতে সংকল্পবদ্ধ। বিশেষ করে সংগঠনটি নদী ভ্রমণের মাধ্যমে সরেজমিনে নদী পরিদর্শন, নদীর অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিশ্লেষণ , নদী বিষয়ে নদী পারের মানুষের সাথে তথ্যের আদান প্রদান , নদী পারের মানুষ ও তরুণ প্রজন্মকে সচেতন করা ইত্যাদি কর্মকান্ড পরিচালনা করতে বদ্ধপরিকর। কেননা নদী বাংলাদেশের জীবন রেখা । নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্থিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। অবহেলিত নদী কেন্দ্রিক মানুষ, জলচর ও জল নির্ভর প্রাণ বৈচিত্র্য সেবা ও বিরূপ পরিবেশ থেকে নিরাপদ-বাসযোগ্য আশ্রয় পাওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নদী বন্ধু সমাজ বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার একটি প্লাট ফরম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here