কবিতা পাঠের আসর এর মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

0
495

দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা সহ দেশের প্রতিটি জেলা, উপজেলা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে আজকের দিবসটি উদ্‌যাপন করছেন। পিরোজপুর সাহিত্য পরিষদ আয়োজিত কবিতা পাঠের আসরে উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক, কবি খাইরুন্নাহার রুবি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ পিরোজপুর জেলার আহবায়ক, কবি প্রাণকৃষ্ণ বিশ্বাস, বাবুই পত্রিকার উপদেষ্টা , কবি মাসুম খান, সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা, হাছিবুর রহমান, বাবুই সামাজিক সংগঠনের সভাপতি, অমিত বিশ্বাস। সাধারণ সম্পাদক, মেহেদী হাসান। কবি আরিফ হোসেন। স্বপ্নতরী স্পোর্টিং ক্লাব এর পরিচালক, রেদোয়ানুল ইসলাম, সব শেষে কেক কেটে  ‘বাবুই পত্রিকা.কম’ www.babuipatrika.com এর শুভ সূচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here