৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

0
592

আজ ৩ ডিসেম্বর জেলা প্রশাসন ও  সমাজসেবা অধিদফতর, পিরোজপুর কর্তৃক আয়োজিত বিভিন্ন কার্যক্রমের মধ্যে মানব বন্ধন ও লিফলেট বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন  জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল কবির প্রভেশন অফিসার মোঃ জাকির হোসেন, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান সহ সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তা ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ। “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ” এই স্লোগান নিয়ে এ বছরে সারা বিশ্বে পালিত হচ্ছে আজকের এ দিবসটি। আসুন আমরা জেনে নেই, প্রতিবন্ধীদের নিয়ে দুশ্চিন্তা নয় সরকার আছে তাদের সহায়, সরকারি খাতের সেবাসমূহ গ্রহণের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদেরকে“প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার  ও সুরক্ষা আইন-২০১৩” অনুযায়ী প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরিপের আওতায় আসতে হবে। বিভিন্ন সেবা গ্রহণের পথ হচ্ছে জরিপের আওতায় আসা নিকটস্থ উপজেলা/ শহর সমাজসেবা কার্যালয়ে সেবাটি বিনামূল্যে পাওয়া যায়। এবং সমাজসেবা কার্যালয় হতে প্রতিবন্ধী ব্যক্তিকে ‘সুবর্ণ নাগরিক’ সহসেবে একটি পরিচয়পত্র দেয়া হচ্ছে। বর্তমানে তারা জি২পি পদ্ধতিতে অর্তাৎ সরকারের নিকট থেকে সরাসরি বিকাশে ভাতা পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here