সুখের ঠিকানা

0
368

সুখের ঠিকানা

মোঃ দেলোয়ার হোসেন আলম

ওগো পথিক

একটু খানি শোন।

এই খানে এই কবরের ঠিকানায়,

এখন নির্জনে নিবাস আমার।

আমিও ছিলাম তোমাদের মত একদিন,

পৃথিবীর আলো বায়ুতে আমারও হিস্যা ছিলো কত।

সব অধিকার টুকু ফুরিয়ে গেছে যেদিন,

সেই দিন থেকে বড় একা হয়ে গেছি।

এখন এই কবর গায়ে শুয়ে শুয়ে

তোমাদের পায়ের শব্দ শুনি,

আমিতো চলিতে পারিনা আর!

এখনো তোমরা বেঁচে আছ ধারিত্রি পর,

কবরের কথা স্মরনে এনে

প্রতিদিন অন্তত একটা ভাল কাজ তুমি কর।

প্রভুর পাওনাটা নিয়মিত পরিশোধ করে দাও।

এই কবরই তোমার আসল ঠিকানা জেনে,

সময়টুকু ভাল কাজে ব্যয় করে

সুন্দর জীবন তুমি গড়ো।

অতপর, স্বর্গীয় সুখ সরোবরে অবগাহন করে

সুখের ঠিকানাটা খুঁজে নাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here