পিরোজপুরের আকাশে দুইশত কাগজ প্লেনের প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
385

করোনায় বিশ্ব যখন স্থবির হয়ে, গৃহবন্ধী হয়ে পরেছিল সকল মানবকুল, সাথে শিশুরাও। যারা প্রাণবন্ত থাকবে মাঠে ঘাটে এবং স্কুলে । শিশু কিশোরদের লেখাপড়া ও যখন মুঠেফোনে আবদ্ধ হয়ে গিয়েছে, ঠিক তখন তাদেরকে “ফোন থেকে মন ঘুরাই, এসো কগজের প্লেন উড়াই” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশি নাগরিক কানাডিয়ান, এইচডিটির প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন হাওলাদার এর উদ্দোগে আজ ১১ মার্চ বাংলাদেশের সর্ব প্রথম পিরোজপুর শহরের ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল “পেপার প্লেন কম্পিটিশন ২০২২” , হ্যাভিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) এর আয়োজনে, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা , বিজয় নিশান ও স্বপ্নতরী স্পোটিং ক্লাব এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, গোলাম মাওলা নকিব । এইচডিটির পরিচালক মেহেদী হাসান এর সভাপতিত্বে , অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান। বিজয় নিশান এর প্রতিষ্ঠাতা , হাফিজুর রহমান। স্বপ্নতরী স্পোর্টি ক্লাব এর পরিচালক, রেদোয়ানুল ইসলাম, বাবুই এর নির্বাহী সদস্য আরিফুজ্জামান প্রমুখ সবশেষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে ১ম পুরস্কার ১০০০ টাকার ২য় পুরস্কার ৫০০ টাকার ৩য় পুরস্কার ৩০০ টাকার প্রাইজবন্ড সহ সকল প্রতিযোগিদের শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here