২৬ তম বঙ্গবন্ধু কবিতা উৎসবে ‘বাবুই’ জেলার শ্রেষ্ঠ সংগঠন নির্বাচিত

0
433

‘মুক্তিযুদ্ধের চেতনায় জেগে থাকো বাংলাদেশ’ শীর্ষক ২৬ তম বঙ্গবন্ধু কবিতা উৎসব ২০২২, আজ ৫ মার্চ ২০২২ পিরোজপুর ডিসি পার্কে অনুষ্ঠিত হয় । দিন ব্যাপী এ কার্যক্রমে চড়ুইবাতি, কবিতা পাঠের আসর, আলোচনা সভা, সবশেষে বিভিন্ন ক্যাটাগরীতে কবি ও সাহিত্যিকদের পদক প্রদান, কবি সংসদ বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য জনাব ইউসুফ রেজা, উদ্বোধন করেন, পশ্চিম বঙ্গের কবি, তারা শংকর চক্রবর্তী, প্রধান আলোচক ছিলেন কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তৌহিদুল ইসলাম কনক। কবি সংসদ বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি ডাঃ এস দাস এর সভাপতি ও কবি অলোক মিত্র এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,, কবি নিশিত বরণ শিংহ রায়, কাজী রুহিয়া বেগম হাসি, কবি মাহমুদা খানম, কবি মুস্তফা হাবীব, শিশির আলম, কবিতা ও সাহিত্যে যারা পদকপ্রাপ্ত হন, কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস, কবি মাহমুদা আক্তার, দিলীপ কুমার মিস্ত্রী, সুবোধ কুমার মজুমদার, মৃণাল কান্তি রায়, এ.এম নজরুল ইসলাম, মোঃ দেলোয়র হোসেন আলম, সঞ্জিব কুমার রায়, সনজয় কুমার রায়,তাপস মিত্র, সুবোধ চন্দ্র হালদার, বিচিত্রা মন্ডল, উজ্জল গুহ, এবং  ‘বাবুই সামাজিক উন্নয়ন সংস্থাকে জেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে নির্বাচিত করে সংগঠনের প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান ও সাধারণ সম্পাদক, মেহেদী হাসান এর হাতে পদক তুলে দেন কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধিবৃন্দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here