মহা প্লাবন

0
671

মহা প্লাবন

হাছিবুর রহমান

ক্ষুধার পৃষ্টে সৃষ্ট কান্না
পিতার হাতে নেই অর্থ
মাতার হাড়িতে হয়না রান্না
বন্ধ আমার রোজগারের চাকা
চিন্তার ব্যারাকে আজ
বুলি আউরাই আঁকা বাকা
আমাকে নিয়ে নাও হে মহিয়ান
বাধ ভেঙেছে ধৈর্যের,
প্রার্থনায় আজ সীমাহীন
তুফান, সাইক্লোন, ঝড়
অগ্নুত্পাত, ভুমিকম্প , মহাপ্লাবন।
ধ্বংস লীলায় মেতে উঠুক
সুনামীর পাহার সম তুফানে
ভেসে যাক সব কিছু পৃথিবীর।
চাপা কন্ঠের প্রার্থনায়
শ্রষ্টার কর্ণে শিহরণ উঠেছে
ক্রমে থমকে যাচ্ছে ধরার বুর্ঝ
মহামারীর মহা আক্রোশে
ধেয়ে আসছে মহা প্লাবন,
ইশ্রাফিলের বাশির আওয়াজ
বেজে উঠবে এখনি হয়তো।
ক্ষনিকালয়ে হে পথিক
অহংকার, গর্ভ, দম্ভিকতায়
আমাকে পিষেছো তুচ্ছ ক্ষমতায়।
আমিতো এসেছি খোদার তরফে
তুমি তো নাওনি খোজ,
কেমন আছে এই অবলা,
জুটেছে কি অন্ন দুবেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here