সুন্দর একটি দেশ গড়তে শিশুদের মেধা মননের ও দেহ গঠনের বিকল্প নেই

0
557
সুন্দর একটি দেশ গড়তে শিশুদের মেধা মননের ও দেহ গঠনের বিকল্প নেই
ছিন্নমূল শিশু বা সুবিধাবঞ্চিত শিশু- যে নামেই ডাকি না কেন  তারও এ দেশের একটি বিশাল অংশ তাদেরকে বাদ দিয়ে কোন কিছু চিন্তা করা বোকামির লক্ষণ হিসেবে ধরে নেয়া যায়। ওদেরকে যদি সুন্দরভাবে লালন পালন ও শিক্ষাদানের মাধ্যমে যোগত্যা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করা হয় তাহলে ওরা দেশের  জন্য বোঝা না হয়ে মানব সম্পদে পরিনত হবে। পিরোজপুর জেলার ইন্দুরকানী  উপজেলার চর-সাউদখালী এলাকায় সন্ধান মিলবে এমন কিছু শিশুর। সেখানকার শিশুরা সাধারণত জেলে ও হতদরিদ্র পরিবারের পরিবারের সন্তান। যেখানে বসবাস করেন তার চারদিকটা নদী বেষ্টিত। সেখান থেকে উপজেলা বা জেলা শহরে আসতে নৌকা বা ট্রলার জলযানে আসতে হয়। তাদের কাছে গেলে বিভিন্ন সময়ে দেখা যায় ছিন্ন বস্ত্র, হাত-পায়ে ময়লা, কাদা লাগানো আছে। এসব শিশুরা সবাই কোনো না কোনো কাজে বা খেলাধুলায় ব্যস্ত থাকে। সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও তাদের অভিভাবকদের অর্থ নৈতিক দৈন্যতার কারনে তারা সেভাবে স্কুলে মনোযোগী নয়। সেই সব শিশুদের ও অভিভাবকদের উদ্যোগী করতে “হ্যাভিটেড ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি)” নানা রকম পদক্ষেপ ও কার্যক্রম করে আসছে গত ৫ বছরধরে।  সেখানের সুবিধাবঞ্চিত শিশুর জন্য লেখাপড়া শিখন, খেলাধুলা প্রতিযোগিতা, বস্ত্র বিতরন এবং মধ্যাহ্নভেজ সহ নানা কার্যক্রমের বাস্তবায়নে এইচডিটির সাথে কাঁদে কাাঁদ মিলিয়ে কাজ করছে  রূপসী বাংলা উন্নয়ন সংস্থা , বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা, বিজয় নিশন ও হাছিব আর্ট। সহযোগিতার হাত বাড়িয়েছেন অনেক নাম না জানা দানশীল ব্যাক্তি আজ ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার দিনব্যাপী  সেখানকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরের খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এইচডিটির পরিচালক, মেহেদী হাসান,  রূপশী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, মোঃ আজাদ হোসেন বাচ্চু, সমন্ময়কারী, আলতাফ হোসেন, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, হাছিবুর রহমান, বিজয় নিশান এর পরিচালক, হাফিজুর রহমান ও শেখ ফজলে রাব্বী মেহেদী, অনুষ্ঠানের সার্বিক সমন্বয়কারী ছিলেন ক্যানাডা প্রবাসী জনাব মোঃ নাছির উদ্দিন হাওলাদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here