একশত শিশু-কিশোর সদস্য নিয়ে স্বপ্নতরী স্পোটিং ক্লাব এর যাত্রা শুরু

0
762

বাবু্ই সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা-হাছিবুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক-মাইনুল হোসেন নান্টু, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্য- জুবায়ের জনি কে উপদেষ্টা এবং রেদওয়ানুল ইসলাম পরিচালক, আব্দুল্লাহ মুহাম্মাদ যায়েদ কে সহকারী পরিচালক এবং ১০০ জনকে সদস্য করে স্বপ্নতরী স্পোর্টিং ক্লাব এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ২৯শে সেপ্টেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুই সামাজিক সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা, স্বপ্নতরী স্পোর্টিং ক্লাবের সম্মানিত উপদেষ্টা— হাছিবুর রহমান। উপস্থিত ছিলেন, স্বপ্নতরী স্পোর্টিং ক্লাবের পরিচালক রেদওয়ানুল ইসলাম,সহকারী পরিচালক আব্দুল্লাহ মুহাম্মাদ যায়েদ সহ গ্রুপ–A কাফি. • সুফিয়ান. • রাব্বি. • তানিম. • ইকবাল. • জোবায়ের. • সিয়াম. • টুকু. • যায়েদ. • মাহি. • রাফি. • সামি. • তুহিন. • শোভন.  গ্রুপ–B • ইমরান. • মাহিম. • সিফাতুল্লাহ. • মাহাদী. • সামি. • বেল্লাল. • অনিক. • মিদুল. • ইফাত. • ইমন. • মাহিম. • সাজিদ. • জিহাদ. • রাফসান. গ্রুপ–C • রাতুল. • খাইরুল. • সায়েম. • মুসা. • রিফাত. • তরিকুল. • রাকিব. • তামিম. • তাওসিফ. • আকাশ. • ফাহাদ. • নয়ন. • সিয়াম. • সাব্বির. গ্রুপ–D • আরাফাত. • রনি. • মাহাদী. • সামির. • রাফিন. • মুবিন. • মাহিম. • নাজমুল. • তামিম. • নোমান. • রাজু. • সিফাত. • রিফাত. • সিবাত.গ্রুপ–E • রাফি. • জহিরুল. • রিয়াদ. • জনি. • তাওহীদ. • মঈন. • মারুফ. • আরমান. • অন্তর. • আহনাফ. • নোমান.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here