ইমামের ইমামতি

0
880
ইমামের ইমামতি
মোঃ ফিরোজ রব্বানী
ইমাম তুমি তাসবিহ জপো
মাসজিদের ই কোনায়,
সমাজ সেবার কোনো কাজে
যায়না পাওয়া তোমায়।
জানাজা আর মিলাদ খাওয়ায়
নাইকো তোমার জুড়ি,
দিনে দিনে জ্ঞান কমলেও
বাড়ছে তোমার ভুড়ি।
অন্যায় দেখে কওনা কথা
থাকো চুপটি করে,
সদা তুমি থাকো যেন
চাকরি হারার ডরে।
আকাশ আর মাটির নিচের
বয়ান শুধুই চলে,
দিনে দিনে তাই মুসল্লী
যাচ্ছে রসাতলে।
শালিস-বিচারে এখন আর
তোমার নাইকো ঠাই,
নানান ছুতোয় অমানুষেরা
তোমার,বিচার চাই।
নানান দলে ভাগ হয়েছো
করছো ফতোয়া বাজী,
উকিল, ডাক্তার, সবই ওরা
তুমি শুধু বিয়ের কাজি।
হালাল-হারামের কথা বলতে
পাচ্ছো আজি ভয়,
তোমার মতো ইমাম বলো
কেমনে করবে জয়?
তুমি নামাযের ই ইমাম শুধু
নও যে সমাজের,
দুরাচার আর অপরাধীরাই
ইমাম তোমার, ইমাম সকলের।
কুরআন – হাদিস মানতে যদি
তোমার সকল কাজে,
তোমার ইমামতি চলতো আজো
মুসলিম এ সমাজে।
দুষ্ট লোকের মিষ্টি কথায়
আর ভিজো না তুমি,
তোমার রক্তে তাই ভিজেছে
আমার পূন্য ভূমি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here