পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২১ পালন

0
849

নিজস্ব প্রতিবেদক:

উদ্দীপন ওয়াটার ক্রেডিট (ওয়াশ) কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তন ও অভিযোজন ( CCA ) প্রকল্প পিরোজপুর- এর যৌথ উদ্যোগে উদ্দীপন- পিরোজপুর জোন কার্যালয়ে ” প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার ” “Ecosystem Restoration”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২১ ইং উদযাপন করার লক্ষ্যে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।। উক্ত উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোবাহান পুলিশ কর্মকর্তা পিরোজপুর সদর থানা, পিরোজপুর, জনাব মো. মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, উদ্দীপন, পিরোজপুর জোন। এছাড়া জনাব, মোঃ কাইয়ুম হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, পিরোজপুর অঞ্চল, জনাব বাপ্পী কুমার নন্দী, আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক, পিরোজপুর অঞ্চল, জনাব মো. আল-আমিন, ফিল্ড মনিটর, ওয়াশ কর্মসূচি, পটুয়াখালী অঞ্চল, উদ্দীপন পিরোজপুর সদর শাখার সহকর্মীবৃন্দ, বিভিন্ন সমিতি থেকে আগত সম্মানিত সদস্যবৃন্দ, পিরোজপুর শিশু ও যুব ক্লাবের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন জনাব অমিত বিশ্বাস, ক্লাব সহায়ক, সিসিএ প্রকল্প এবং অনুষ্ঠানটি যুগ্মভাবে পরিচালনা করেন মোঃ শাকিল আহমেদ, এরিয়া ট্রেনিং এন্ড মনিটরিং কো অরডিনেটর, উদ্দীপন, ওয়াশ কর্মসূচি, পিরোজপুর জোন, পিরোজপুর ও জনাব, মোঃ আবু রায়হান, প্রকল্প সমন্বয়কারী, জলবায়ু পরিবর্তন এবং অভিযোজন প্রকল্প, পিরোজপুর। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ঔষধি এবং ফলজ গাছের চারা বিতরন করা হয়।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here