ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই

0
947

নিজস্ব প্রতিবেদক :

এাণ নয়, ভিক্ষা নয়, টেকসই বেড়িবাঁধ চাই’ এই স্লোগান নিয়ে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে কঁচা কদীর পাড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক কমিটির ব্যানারে স্থানীয়রা কৈবর্ত্যখালী গ্রামে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, ইউনিয়ন বিএনপি যুগ্ন-সাধারন সম্পাদক এনাম মৃধা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চয়ন খান, স্থানীয় বাসিন্দা জাফর হাওলাদার, আলামিন হাওলাদার, বিপ্লব হাওলাদার, যুব স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি মো. রানেল হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, আমরা ত্রাণ বা ভিক্ষা চাই না। আমাদের এলাকাকে বাঁচতে আমাদের জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ দরকার। যে বেড়িবাঁধ ছিল, সেটি ভাঙা ছিল আগেই। ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে পানির চাপে সেটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এমত অবস্থায় এখানে বেড়িবাঁদ নির্মান প্রয়জন।

উল্লেখ্য, পিরোজপুর সদর উপজেলার কঁচা নদী তিরবর্তী কলাখালী ইউনিয়নের প্রায় ১১ কিলোমিটার বেড়িবাঁধ ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here