পিরোজপুরে স্বাস্থ্যসেবায় উদ্দীপনের ব্যাতিক্রমী উদ্যোগ

0
862

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে এবং পল্লী জনগণের দোরগোড়ায় পৌছে দিতে, বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে পিরোজপুর এ পল্লী অ্যাম্বুলেন্স বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন জনাব বশির আহমেদ উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর, পিরোজপুর । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.জা.মো. মাসুদুজ্জামান, জনাব মোঃ মিজানুর রহমান জোনাল ব্যবস্থাপক উদ্দীপন পিরোজপুর জোন, জনাব কাইয়ুম হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক উদ্দীপন পিরোজপুর অঞ্চল, জনাব মিজানুর রহমান শাখা ব্যবস্থাপক কবি আহসান হাবীব শাখা ।  পল্লী অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন পিরোজপুর পৌরসভার মুক্তার কাঠি গ্রামের মোঃ সোলায়মান মিয়া(০১৯২০-৯২৩৬২১) তিনি বলেন আমি যাত্রী সেবার পাশাপাশি এলাকায় কোন মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে দ্রুত নিয়ে আসার জন্য এই গাড়িটি ব্যবহার করব যাতে এলাকার মানুষের চিকিৎসা সেবা পেতে কোন দুর্ভোগ পোহাতে না হয় । উদ্দীপন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় এই ধরনের পল্লী অ্যাম্বুলেন্স পর্যায় ক্রমে গ্রামাঞ্চলের চিকিৎসাসেবার কাজে ব্যবহারের জন্য ও যাত্রী সেবার মাধ্যমে জীবিকা নির্বাহের জন্য গ্রাহকদের মাঝে পল্লী অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে। উল্লেখ্য এই গাড়িতে অক্সিজেন সিলিন্ডার, ফার্স্ট এইড বক্স, স্টেচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here