নাস্তিকের প্রশ্ন আস্তিকের উত্তর

0
961
নাস্তিকের প্রশ্ন
আস্তিকের উত্তর
জোবায়ের সাকিব
এক নাস্তিকে প্রশ্ন করে
আল্লাহ খোদা কেবা,
কোথায় তাহার পিতা মাতা
পরিচয়টা দেবা।
খাওয়া দাওয়া কেমন করে
ঘুমায় নাকি জাগে,
আল্লাহ বলে নাইরে কিছু
বলো এসব আগে।
মোল্লা হুজুর ভুয়া বলে
অর্থ করে ভারি,
এসব দেখে মনে কষ্ট
সইতে নাহি পারি।
কোথায় তোমার সৃষ্টিকর্তা
কায়া তাহার কেমন?
বিবর্তনে মানুষ সৃষ্টি
চলছে সবি এমন।
আস্তিক হয়ে উত্তর দিবো
মানতে সবি হবে,
সৃষ্টিকর্তা তিনিই মহান
পিতা কেন রবে?
খাওয়া দাওয়া করে নাকো
অলস ঘুমায় নাহি,
সকল জীবের পূরণ করে
আমরা যাহা চাহি।
জন্ম তাহার হয়নি কভু
জন্ম দেয়নি কারো,
তিনিই হলেন সৃষ্টিকর্তা
গুণ আছে যে আরো।
যায় না দেখা যায় না ছোয়াঁ
জ্ঞানী লোকে বোঝে,
ধ্যানে জ্ঞানে অনুভবে
সৃষ্টিকর্তা খোঁজে।
তাহার জন্ম না ভেবে আজ
সৃষ্টি নিয়ে ভাবো,
কোথায় ছিলাম এলাম কোথায়
আবার কোথায় যাবো।
মোল্লা হুজুর বলে নাকো
কোরান সত্য বলে,
মুমিন বান্দা ভেবে চিন্তে
ন্যায়ের পথে চলে।
চন্দ্র তারা সূর্যের পিতা
এনে দিতে পারো,
আয়ু বায়ু প্রাণের দেখা
হয়নি দেখা কারো।
পাক কোরানে বলছে সবি
মনে বিশ্বাস করো,
থাকলে বিশ্বাস মুক্তি পাবে
আলোর রশি ধরো।
এসব শুনে নাস্তিক বলে
আস্তিক হবো আজি,
পাপের কর্ম ছেড়ে দিয়ে
ঈমান আনতে রাজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here