(মোঃ) আর (শ্রী) এক নয় তো ?

0
847

-শরফুল আনাম

প্রথমে বলে নিচ্ছি আগে ভালো করে লেখাটা পড়ার পরে কমেন্ট করবেন। পড়ার আগেই নাস্তিক বানিয়ে দিয়েন না। আমাদের নামের শুরুতে আমরা মোঃ লিখে থাকি আর হিন্দু ধর্মাবলম্বিরা শ্রী লিখে থাকে। এর ফলে মোঃ মানে মুসলমান আর শ্রী মানে হিন্দু প্রমানিত হয়। নবী করিম (সঃ) বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ কিছু করতে নিশেষ করেছেন সেটা সবারই জানা আছে। কিন্তু এখানে মোঃ আর শ্রী গঠনগত দিক থেকে একই মনে হয়। কারণ মোহাম্মদ একটি পুরো নাম। নবীর নামের সাথে মিল রেখে আমরা মোহাম্মদ রাখি এবং এর সাথে আরো একটা নাম থাকে যেমনটা অন্য ধর্মের ক্ষেত্রে দেখা যায় হিন্দুদের ক্ষেত্রে শ্রী, খ্রিস্টানদের ক্ষেত্রে মাইকেল ইত্যাদি । অন্যান্য মুসলিম দেশ গুলোতে মোহাম্মদ রাখলে তারা কিন্তু পুরো নামেই ডাকে। মোঃ এর মতো সংক্ষিপ্ত করে না কিন্তু আমরা করি কি নামটার মানের দিক থেকে উচুতে রাখতে গিয়ে বিধর্মীদের সাদৃশ্যপূর্ণ করে ফেলি। শ্রী মুলত নামের সৌন্দর্যবর্ধক শ্রীমান বোঝাতে হিন্দুরা ব্যবহার করে আর মোঃ কি আমাদের নামের সৌন্দর্যবৃদ্ধির কোন বিষয়? মোহাম্মদ তো নবীর নামের সাথে মিল রেখে নিজের নাম রাখা। তো সে ক্ষেত্রে মোহাম্মদ কে কেন মোঃ সংক্ষিপ্ত করি? এটা কি নবীর সম্মান বৃদ্ধি করতে গিয়ে সম্মান হানি হচ্ছে না? এর একটা পরিবর্তন প্রয়োজনে। হয় পুরো মোহাম্মদ এর সাথে অন্য নাম, নাহয় সংক্ষিপ্ত মোঃ বাদ দেয়া উচিৎ! আসলে আমরা নিজেরাও জানি না কেন মোঃ দিয়ে থাকি নামের শুরুতে। সাধারণের মতে এটা মুসলমান হওয়ার পূর্বশর্ত হিসেবে অনেকে ভাবে। মোঃ না থাকলে সে মুসলমান না এমন একটা ধারণা অনেকের মাঝেই আছে। সর্বপরি এটা কোন বেদায়াত নয় তো?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here