যারা ২০২১ তিনটি ক্যাটগরিতে বাবুই সাহিত্য পদক পেলেন

0
950

স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পিরোজপুরে যখন কোন সাহিত্য পত্রিকা ছিলনা ঠিক সেই সময়ে বাবুই সাহিত্য পত্রিকার জন্ম ২০০৭ সালের ১৬ ডিসেম্বর
এ বছরই তিনজন গুনিজনকে বাবুই সাহিত্য পদক প্রদান শুর করা হয়। যারা ২০২১ তিনটি ক্যাটগরিতে সাহিত্য পদক পেলেন তারা হলেন ১ । আ.ফ.ম রেজাউল করিম। পিরোজপুর নাট্য জগজের দিকপাল। পিরোজপুরের সাংস্কৃকিত অঙ্গণে যার সরব উপস্থিতি লক্ষ্যনীয়। সারাদেশে তার অসংখ্য ভক্ত অনুরাগি রয়েছে। “একদিন আরজ আলী” তার রচিত এবং নির্দেশিত নাটক। নাটকটি ২০২০ সালের বাবুই সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় ২। তরুন কবি নুরুল ইসলাম নয়ন। চাকরি করেন একটি বেসরকারি সংস্থায়। আর অবসর পেলে ডুব দেণ কাব্য কথায়। ইতোমধ্যে পিরোজপুরের এই কবির একাধিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে,এবং পাঠকের নজর কাড়তে সক্ষম হয়েছে। ২০২০ সালে বাবুই সাহিত্য পত্রিকায় তার কবিতা “লুকোচুরি” প্রকাশিত হয় । ৩। সাইয়েদ আহমাদ। তিনি বাবুই সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। প্রতিষ্ঠাতা এবং সাহিত্য সম্পাদক পিরোজপুর সাত্যি পরিষদের। এক কথায় পিরোজপুরে পুনরায় সাহিত্য জাগরণে তার অবদান অসামান্য। গল্প কবিতা গান এবং নাট্যজগতে সমান বিচরন এই অত্যন্ত মেধাবী লেখকের। পেশা হিসেবে বেছে নিয়েছেন চলচ্চিত্র শিল্পকে। তার পরিচালিত চলচ্চিত্র “জংশন বৃত্ত” আছে মুক্তির অপেক্ষায়। বাবুই সাহিত্য পত্রিকায় তার প্রকাশিত ছোট গল্প “পাগর মরলে বাত্তি জ¦লে” পাঠক জরিপে শ্রেষ্ট লেখা হিসেবে মনোনীত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here