হাঁসের ছানার শোক

-সাইদ মাহমুদ
এক দুপুরে বাড়ির পাশে
মস্ত বড় বিলে,
নলীন মাসির হাঁসের ছানা
উড়িয়ে নিলো চিলে।
চিলের ঠেঁটে হাঁসের ছানা
শুনলো যখন মাসি,
ছানার পিছে দৌঁড়ে ছুটে
পুরো গ্রামবাসী।
কি হয়েছে যাচ্ছে কোথায়
বুঝে উঠার আগে,
চিলের গুষ্ঠি উদ্ধার হলো
নালীন মাসির রাগে।
হাঁসের ছানা জ্যান্ত গিলে
উড়তে থাকে চিল,
তখনও মাসি পেছন ছুটে
মারতে থাকে ঢিল।
চিল উড়ছে মস্ত ডানায়
দেখছে সারা লোকে,
মাসি তখন মূর্ছা যায়
হাসের ছানার শোকে।
ছানা গেলো চিল গেলো
রইলো মাসির শোক,
চিলের বাসায় আগুন দিলো
গ্রাম সুদ্দ লোক।