আধুনিক বাংলা কবিতার ধারায় পূর্ব বাংলায় নব্য আধুনিকতার পথিকৃৎ কবি আহসান হাবীবের ৩৫ তম মৃত্যুবার্ষিকী আজ।

0
1526

সাহিত্য পত্রিকা বাবুই এর পক্ষথেকে বিনম্র শ্রদ্ধা। ১৯৮৫ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরন করেন কবি আহসান হাবীব । ১৯১৭ সালের ২ জানুয়ারি পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহন করেন। কলেজের অধ্যয়নকালেই কলকাতার বিখ্যাত সাহিত্য পত্রিকায় তার কবিতা স্থান করে নেয় তখন থেকে কবি হিসেবে তার আত্ম প্রকাশ। এই কবি সাহিত্যচর্চার জন্য তিরিশের দশকেই কলকাতায় চলে যান। সেখানে দৈনিক তকবীর, মাসিক বুলবুল ও সওগাত পত্রিকায় কাজ করেনও তিনি। কলকাতার বিভিন্ন সাময়িকীতে নিয়মিত লিখতেন তিনি। দেশভাগের পরে আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান হাবীব। ১৯৪৭ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ দরাত্রিশেষদ। ১৯৫০ সালে স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন।দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ ও সাপ্তাহিক প্রবাহ পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৬৪ সাল থেকে দৈনিক পাকিস্তান ও পরে দৈনিক বাংলায় সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।তার হাতে সাহিত্যে অভিষেক ঘটেছে আজকের খ্যাতনামা প্রবীন কবি-সাহিত্যিকদের অনেকেরই। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমী ও একুশে পদকসহ অনেক পুরস্কার ও সম্মাননা। এ গুনী ব্যক্তির নিজ জেলা পিরোজপুর । শ্রদ্ধায় ও ভালবাসায় স্মরনীয় হোক তার জন্ম ও মৃত্যু দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here