কুরআনে বর্ণিত “ত্বীন” ফল! এখন বাংলাদেশে

0
2524

কুরআনের ৯৫ তম সূরা আত তীন
যার অর্থ: (শপথ তীন ও জয়তুনের,এবং সীনাই প্রান্তরস্থ তূর পর্বতের এবংএই নিরাপদ নগরীর। আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দর অবয়বে: অত:পর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নীচে। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কর্ম করেছে, তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।অত:পর কেন তুমি অবিশ্বাস করেছো কেয়ামতকে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শেষ্ঠ বিচারক নন?)
পিরোজপুরের কৃতি সন্তান আজম তালুকদার গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে “মডার্ন এগ্রো ফার্ম এন্ড নিউট্রিশন” প্রায় ছয় বিঘা জমির উপর ত্বীন ফলের বাগান করেছেন। যা দক্ষিণ এশিয়ায় প্রকাশ্য স্থানে সর্ববৃহৎ এই ফলের বাগান। যেখানে রয়েছে প্রায় ৪৭ প্রকার ত্বীন গাছ এবং ফল। অত্যন্ত সুস্বাদু ও মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শারীরিক শক্তি বৃদ্ধি সহ, ঔষধি গুণ সম্পন্ন, কোরআনে বর্ণিত এই ত্বীন ফল । এগাছ প্রতিদিন, বছরে ৩৬৫ দিন ফল দেয়, এবং ১০০ বছরের উপর এ গাছের হায়াৎ থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here