ভূত জাল

0
1301

 পথিক শহিদুল

কেউ একজন বলেছিল দাদা স্যান্ডো গেঞ্জি পড়ো

লোমকূপের ভাজে ভাজে সুন্দর গহনা চকচক করবে।

আমি সেই থেকে সেন্ডো গেঞ্জির পরিবর্তে হাফ শার্ট

কখনো খালি গায়ে গ্রাম থেকে শহরে বেরিয়েছি।

কেউ তো বলে না দ্বিতীয় কিংবা তৃতীয়বার

চকচক করছে তোমার বুক,

যে বলেছিলো দীর্ঘ চার বছর আগে

সে এখন বালুজ মার্কা উটপাখির মতো

ঘুন পোকা হয়ে ফেরে সতীর্থ রমিজের সাথে।

রমিজ আমার পাড়ারই ছেলে,

একই স্কুলে পড়ালেখা করেছি

ভোরবেলা থেকে রাত্রি দুপুর ট্যাক্সি ড্রাইভার।

অদম্য সাহসী এবং মেধাবী

ক্লাস এইটে বৃত্তি পেয়েছিল।

ক্লাসের ফার্স্ট জেন্টালি রমিজ-

ক্লান্তিহীন দুপুর,

আমি তার ক্লোজ ফ্যান্টাসি

পুনরায় শুনতে থাকি

পুনরাবৃতি চকচক করছে

লোমকূপের ভাজে ভাজে

সুন্দর চিক্কন গহনা।

আমি সেই উর্বর জমিনে চাষাবাদ করি

সেখানেও ফসিল লোমকূপের ভাজে ভাজে

জলের নাচনি মোরগ লড়াই

গন্ধমৃগ ভূতজাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here