বিস্ময়ে ভরা পৃথিবী

0
1221

আমির মেহবুবউল্লাহ

থাকতে আসিনি, তবু কেন রাখার জন্য হুটোহুটি।

রেখেছি সবাই নিয়েছি কি কিছু নিজসনে।

অবাক করা পৃথিবী হতবাক করা মানব জীবন।।

এত ব্যস্ততা অস্থিরতা হানাহানি।

জ্ঞাত সবাই অজ্ঞ্যত নয় ভাই।।

এসেছি এপার যেতে হবে ওপারে।

ফেরা হয়নি কারো সুদুর ওপার হতে।

নিজ নিজ বৃদ্ধিতে দেখছি না বৃদ্ধকে।

ভুখা মারছি তারে জন্ম দিয়েছি যে, সেই তারে।।

জীবাসনে উত্তম আসন লইয়া বসিয়াছি ধারিত্রী আবাসনে।

মানিয়াছে হার ক্ষেত্রস্থানে জীবাসনকে।।

এ আমার সে আমার কোনকিছু নয় তোমার।

জ্ঞাত তবু অজ্ঞ্যত হায়।।

রাখিয়াছি জীবনের রক্তঘাম করা পরিশ্রম।

ফলশ্রুতির সঞ্চিত ধনসম্পদ।।

এই সংসারের তরে রয়েছে আমার রক্তের স্ফুলিঙ্গ।

জমাট করা রক্তের জটায়ু ফল।।

সে কি মোরে রাখিবে তার সনে।

মোর ওপার যাবার পরে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here