HDT আয়োজনে বাবুই সামাজিক সংগঠন ও অন্যন্য সামাজিক সংগঠনের সহযোগিতায় পবিত্র রমজান2018 মাস উপলক্ষে আয়োজিত ‘রমজান মাসে অসহায়ের পাশে’ ইভেন্টে আজ পিরোজপুর বাতিঘর কিন্ডারগার্টেনে পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করা হয়। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুদানদাতা সকল ভাই বোনদের বিশেষ করে শ্রদ্ধেয় Nasir Uddin Howlader ভাইকে। আন্তরিক ধন্যবাদ জানাই HDT, বাতিঘর কিন্ডারগার্টেন, প্রাণফোঁটা, , হাসান’স একাডেমি, সহ যাহারা আমাদের অর্থ ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন।