প্রণয়ের সুখ

0
3497

প্রণয়ের সুখ

নূরুল ইসলাম নয়ন

তুমি যেন এক অন্যরকম মায়াবী চাঁদের ন্যায়
আঁধার নিশির ঝলমল আলো।
যেন চারিদিকে আলো ছড়িয়ে নিজেকে খুব
রূপসী মনে করো।
কিন্তু কি একবারও ভেবে দেখেছো
নিজের রূপ কতটা কুৎসিত? যে অহংকারে
হাজার বছরের প্রণয়ের বাঁধন আজ
একদিনে কেটে দিলে।
তবে কি পেরেছো একা থাকতে? তাওতো পারনি।
আমিও জানি ফিরে আসবে, আমারই প্রতিক্ষায় থাকবে
একবার হলেও মনে পড়বে গোপন প্রণয়ের কথা।
তাইতো দেরি না করে ছুটে এসেছো আমার পানে
আমিও রাগ করিনি তোমার সনে।
শুধু নয়ন ভরেছি প্রণয়ের আদরে।
খুঁজে নিয়েছি হাজার বছরের পুরনো সুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here