স্বপ্ন পূরণ

0
4051

স্বপ্ন পূরণ

নূরুল ইসলাম নয়ন

স্বপ্ন পূরন করবো বলে ঘুরছি দেশ বিদেশে
স্বপ্ন পূরণ করবো বলে ঘাম ঝড়ছে প্রতি নিঃস্বাশে
স্বপ্ন পূরণ করবো বলে কত নিদ্রাহীন কেটেছে রাত
ইটের উপর মাথা রেখে হয়েছে শত প্রভাত।
স্বপ্ন পূরণ করবো বলে শুনছি নানান কথা
হাজার লোকের হাজার কথায় পেয়েছি অনেক ব্যথা
তবু করিনি তাদের কথার কখনো প্রতিবাদ
খুঁজে পেয়েছি গাল-মন্দে অনেক রকম সাধ।
স্বপ্ন পূরণ করবো বলে রয়েছি আজও একা
কখনো পায়নি এই হৃদয়ে একটু সুখের দেখা
স্বপ্ন পূরণ করবো বলে পাইনি কখনো ভয়
যাকে না হাতে কখনো বা ধরেছি তার পায়।
স্বপ্ন পূরণ করবো বলে ঘুড়ছি দাঁড়ে দাঁড়ে
কাজের জন্য কত কিছুই না বলছি কত কারে
কেউ শোনেনি এই করুনা বলছে চলে যাও
খোদার কাছে দুহাত তুলে কাজের জন্য চাও।
সুখের পরশ ঠিকই একদিন আমার দুহাত ধরবে
খোদা একদিন সত্যিই আমার স্বপ্ন পূরণ করবে
সেদিন আমার শূণ্য হৃদয় ফুলে ফুলে হবে সারি
স্বপ্ন যেদিন পূরণ হবে ফিরবো সেদিন বাড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here