অপূর্ব রুপবতী

0
2999

অপূর্ব রুপবতী

নূরুল ইসলাম নয়ন

তুমিতো হৃদয়হীনা এক অপূর্ব রুপবতী
যে খুব সহজ সরল ভাষায় বলে দিয়েছো
শুধু একটি কথা-
পারলে ক্ষমা করে দিও!
কিন্তু কেন? তুমিতো সেই মায়াবী রাতে
আমার ললাটে চুম্বন একে, তনুটা আকড়ে ধরে
কসম করেছিলে প্রণয়ের বাঁধন আজ
সত্যিই মেনে নিলাম
তবে কই তোমার প্রণয়?
যা একদিন তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে
ঐ বিধাতাকে স্বাক্ষী রেখে বলেছিলে।
আজ মনে পড়ছে সেই সোনালী দিন
যা সেদিনও ভেবেছিলাম।
মহা সমুদ্রের দ্বিগুন ঢেউয়ের মাঝে
শেষ সম্বল সেই ভাসা খড়কুটার মতন
তোমাকে সাথে নিয়ে হাজার বছর বাঁচতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here