ভাঙ্গা মসজিদে অবশেষে নামাজ আদায় করার পরিবেশ করে দিল এইচডিটি

বাইতুল নাজাত জামে মসজিদের উন্নয়ন কার্যক্রমের জন্য HDT এর পক্ষ থেকে সর্বমোট ১০০০০০/- টাকা, পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন মহাদয়ের হাত থেকে মসজিদের ইমামের কাছে প্রদান করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন HDT এর পরিচালক জনাব মেহেদী হাসান, সদস্য হাফিজুর রহমান হাফিজ,বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাস, প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান, সদস্য আব্দুল্লাহ আল জুবায়ের প্রমুখ।