
প্রচন্ড তাপদাহে সাধারণ মানুষের জীবন যখন ওষ্ঠাগত ঠিক তখনই সেই সকল মানুষের কাছে দাড়াল এইচডিটি, বাতিঘর কিন্ডার গার্টেন, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা, এডুবিন, হাসান একাডেমিক কেয়ার। রাস্তার মাঝে যখন একজন রিক্সাওয়ালাকে তার রিক্সা থামিয়ে সামান্য সেলাইন ও মিনারেল ওয়াটার হাতে দেওয়া হল তখন তাদের মুখে হাসি দেখে মনে হল তারা অনেক বড় কিছু পেয়েছে যাই হোক আমাদের সামান্য প্রচেষ্টা আরো কাউকে যদি এরকম কাজে উদ্বুদ্ধ করে সেটােই হবে আমাদের সার্থকতা